১। ঘটনার তারিখ ও সময়: ১০/০৪/২০২৫খি., সময়: সকাল: ৮.০০ঘটিকা
২। ঘটনাস্থল: পোড়াভিটা, উত্তর দৌলতদিয়া, থানা: গোয়ালন্দ, জেলা: রাজবাড়ী
৩। আলামত: হেরোইন ১৫০ পুরিয়া (১৫গ্রাম)
৪। আসামির নাম ও ঠিকানা:
বর্তমান ঠিকানা: শাহানাজ (৪৩), পিতা: মুরাদ হোসেন, সাং: লুতফরের বাড়ির ভাড়াটিয়া, পোড়াভিটা, উত্তর দৌলতদিয়া, থানা: গোয়ালন্দ, জেলা: রাজবাড়ী
স্থায়ী ঠিকানা: পতিতালয়, উত্তর দৌলতদিয়া, থানা: গোয়ালন্দ, জেলা: রাজবাড়ী
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ী এর একটি অভিযানিক দল কর্তৃক পোড়াভিটা, উত্তর দৌলতদিয়া, থানা: গোয়ালন্দ, জেলা: রাজবাড়ী ঠিকানার লুতফরের বাড়ির ভাড়াটিয়া কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহানাজ এর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে একটি পলিথিনের পোটলায় হেরোইনের পুরিয়া ১৫০ টি (১৫গ্রাম) উদ্ধার ও জব্দ করা হয়।
৬। গৃহীত আইনগত ব্যবস্থা: নিয়মিত মামলা দায়ের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস